আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর || বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে উদ্বোধন হল ‘ত্রিপুরা ফিল্ম এবং টেলিভিশন ইন্সটিটিউট’। সোমবার বিকেলে রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে এবং কলকাতার সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগিতায় শুভ উদ্বোধন হলো ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের। এদিন মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে এই ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা সরকারের মুখ্যসচিব জে. কে. সিনহা, কলকাতার সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের নির্দেশক হিমাংশু শেখর কথুয়া, বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ফিরদৌস আহমেদ, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা।
এদিন ত্রিপুরা ফিল্ম এবং টেলিভিশন ইন্সটিটিউটের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, স্বপ্নপূরণে আরও একধাপ এগিয়ে গেল ত্রিপুরা। অভিনয়ের জগতে রাজ্যের ছেলেমেয়েদের প্রতিভা বিকাশের লক্ষ্যে আজ থেকে যাত্রা শুরু করলো ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট। মুখ্যমন্ত্রী বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগিতায়, রাজ্যের যুবাদের ভবিষ্যৎ নির্মাণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ইনস্টিটিউট।’