আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর || প্রতি ঘরে কর্মসংস্থান আজ আর কোনো মিথ্যে প্রতিশ্রুতি নয়। স্বচ্ছ নীতি, যোগ্য প্রার্থী, সঠিক নিয়োগ, এটাই রাজ্য সরকারের প্রাধান্য। সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক “রোজগার মেলায়” অংশ নিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিনকার রাজ্যভিত্তিক রোজগার মেলায় ৬৮৬ জন কর্মনিষ্ঠ যোগ্য যুবক-যুবতীদের হাতে স্বপ্নপুরনের হলুদ খাম তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস রাজ্যের যোগ্য যুবশক্তির সঠিক কর্মসংস্থানে আগামীতেও আমাদের সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেবে।’ মুখ্যমন্ত্রী বলেন, কন্যা সন্তানরা আজ আর গৃহকোণে বন্দী নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্নের ভারতে ছেলেদের পাশাপাশি আজ মেয়েরাও এগিয়ে যাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে। তিনি বলেন, ‘আমার বিশ্বাস আগামীতে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে এই যুবশক্তির দৃষ্টান্তমুলক যোগদান থাকবে।’
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সন্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।