জাতীয় ডেস্ক ।। বুধবার গুজরাটের সুরাতে নিলামে উঠতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচিত’ স্যুট। মোদির নাম অঙ্কিত স্যুটটির পাশাপাশি তাকে দেওয়া অনেক উপহার সামগ্রীও নিলামে তোলা হবে। খবর এনডিটিভির।
নিলামে উঠা সেই স্যুটজুড়ে চেকের আদলে ছোট ছোট করে ‘নরেন্দ্র দমোদারদাস মোদি’ লেখা রয়েছে। যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের সময় ওই স্যুটটি পরেছিলেন মোদি।
তিন দিনব্যাপী ওই নিলামে ৩৬১টি সামগ্রী তোলা হবে বলে জানিয়েছেন রাজকোট জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র কুমার। নিলাম থেকে পাওয়া অর্থ গঙ্গা পরিষ্কার কর্মসূচিতে প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি।
কুমার জানান, পিতল, তামা, রূপা ও স্বর্ণের সামগ্রীসহ জামা-কাপড় নিলামে উঠানো হবে।
এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নারী শিক্ষার জন্য উপহার সামগ্রী নিলামে উঠিয়েছিলেন মোদি।