বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ নভেম্বর || বীরচন্দ্র এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যাবেলায় আগরতলা থেকে সাব্রুমগামী ট্রেনে চাপা পড়ে মৃত্যু হল বিনোদ দেববর্মা (৪৯) নামে এক ব্যক্তির। মৃত ব্যক্তি বীরচন্দ্রনগর হাসপাতাল টিলা এলাকার বাসিন্দা। বিনোদ দেববর্মা ট্রেনের রাস্তা দিয়ে আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে আসার সময় ট্রেনে চাপা পড়ে মৃত্যু হয় বলে জানা যায়। জানা যায়, তিনি কানেও কম শুনতে পান তার কারণে ট্রেন আসার সময় উনি শুনতে পারেননি এমনই ধারণা এলাকাবাসীর। আরো জানা যায়, বাড়িতে তিনজন মেয়ে এবং অসুস্থ স্ত্রী রয়েছে। বিনোদ দেববর্মার স্ত্রী চলাফেলা করতে পারে না দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন বাড়িতে। বিনোদ দের্বমার মৃত্যুর খবর শুনে হতাশায় কান্নায় ভেঙ্গে পড়েন বিনোদ দেববর্মা আত্নীয় পরিজন ও তার পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মন পাথর ফাঁড়ী থানার পুলিশ। পরবর্তী সময় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।