আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর || দেশের উপ-রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর সস্ত্রীক স্বল্পকালীন ত্রিপুরা সফরে এলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। মঙ্গলবার সকালের বিমানে রাজ্যে এসেছেন তিনি। এসময় আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে উনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক প্রমুখ।
এদিন রাজ্যে এসে মহারাজা বীর বীক্রম মহাবিদ্যালয়ের উদ্যোগে রবীন্দ্র হলে আয়োজিত রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা শীর্ষক সেমিনারের অংশ নেন তিনি। পাশাপাশি এদিন উদয়পুরে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকর। উপ-রাষ্ট্রপতি জায়া সুদেশ ধনকর ৫১ শক্তিপীঠের অন্যতম এই তীর্থস্থান সম্পর্কে বিস্তৃতভাবে অবহিত হন।