আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এই উপলক্ষে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে বুধবার বিকেলে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সম্মুখে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত পৃথিবীময় সমস্ত এইচ আই ভি আক্রান্ত মানুষদের প্রতি ভালবাসা ছড়িয়ে আগামী দিনে এইচ আই ভি সংক্রমণকে শূন্যে নামিয়ে আনার প্রতিজ্ঞায় এই প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান পালিত হয় বলে জানা যায়। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা দেবাশীষ বসু, এইডস ডিপার্টমেন্টের অধিকর্তা শংকর দাস, ডাঃ রাধা দেবর্বমা।