গোটা দেশে সোয়াইন ফ্লুয়ে মৃতের সংখ্যা ছাড়াল ৬০০

swnজাতীয় ডেস্ক ।। গোটা দেশে ক্রমেই উদ্বেগজনক চেহারা নিচ্ছে সোয়াইন ফ্লু সংক্রমণ। যে হারে ছড়াচ্ছে এই রোগ, তা রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। শুধুমাত্র গত চব্বিশ ঘণ্টাতেই দেশে ৮৬৮ জনের সোয়াইন ফ্লু সংক্রমণের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। গোটা দেশে এখনও পর্যন্ত এই রোগে ৬২৪ জন প্রাণ খুইয়েছেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
সবচেয়ে শোচনীয় অবস্থা রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের। সোয়াইন ফ্লু-র থাবা থেকে রেহাই পায়নি রাজধানী দিল্লিও। এখানে সোয়াইন ফ্লু সংক্রমণের ১ হাজার ৬৭৯টি কেস সামনে এসেছে। যার মধ্যে ৭১ জনের রক্তে এই ভাইরাস মিলেছে গত চব্বিশ ঘণ্টায়। বাদ নেই পশ্চিমবঙ্গও। এখনও পর্যন্ত রাজ্যে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ওষুধ আছে কি নেই, তা নিয়েই চাপানউতোর গোটা দেশে। সেই ফাঁকে দাপিয়ে বৈড়াচ্ছে সোয়াইন ফ্লু। রোগের সংক্রমণে লাগাম পরাতে হাঁসফাঁস অবস্থা। যে হারে ছড়াচ্ছে রোগ, তাতে রীতিমতো তৈরি হয়েছে আতঙ্ক। -জি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*