সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ ডিসেম্বর || বুধবার চড়িলাম রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় সারা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া সিপিআই(এম)’র ডাকে বূহস্পতিবার বিভাগীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত ছিলেন পার্টির তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ পার্টির নেতা কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত নেতৃত্বরা বলেন, বুধবার চড়িলামে আগাম পুলিশের অনুমতি নিয়ে সিপিআই(এম) জনগণের স্বার্থ নিয়ে ব্লক ভিত্তিক ডেপুটেশন দেওয়ার কথা ছিল। ডেপুটেশন দেওয়া যাতে না পারে সেই জন্য পুলিশের সামনে সমাজদ্রোহীরা প্রকাশ্যে কর্মীদের ও বাম বিধায়ক ভানুলাল সাহাকে আক্রমন করে। পরবর্তী সময়ে বাম দলীয় এক কর্মী সহিদ মিয়াকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ করেন বক্তারা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআই(এম)’র ডাকে সাড়া রাজ্যে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ কর্মসূচী শেষে সিপিআই(এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এক র্যালীও সংঘটিত হয়। সিপিআই(এম) তেলিয়ামুড়া বিভাগীয় অফিস থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিভাগীয় অফিসে এসে সমাপ্ত হয় এই র্যালি। এদিন সিপিআই(এম) দলের এই কর্মসূচীকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ উল্লেখযোগ্য।