বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ ডিসেম্বর || বিশ্ব এইডস দিবসকে কেন্দ্র করে স্বাস্থ্য দপ্তরের উদ্দ্যোগে শান্তিরবাজারে এক শোভাযাত্রা ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের ছাত্র ও শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে শান্তিরবাজার সুগারমিল এলাকা থেকে এক র্যালি সংগঠীত হয়। র্যালিতে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও অংশগ্রহণ করেন। র্যালিটি সুগারমিল এলাকা থেকে শুরু হয়ে শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে গিয়ে সমাপ্তি হয়। পরবর্তী সময় শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের বি আর সি হলে সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক আলোচনা সভা। আলোচনাসভা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্য দপ্তরের উদ্দ্যোগে পুরষ্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এইডস কন্ট্রোল অফিসার ডাঃ বিতান সেনগুপ্ত, জেলা পোগ্রাম অফিসার (এন টি সি পি) ডাঃ অলক দাস, শান্তিরবাজার জেলা হাসাপাতালের এম এস ডাঃ জে এস রিয়াং, শান্তিরবাজার জেলা হাসপাতালের ডাইবেটিস স্পেশালিষ্ট ডাঃ শান্তুনু দাস সহ অন্যান্যরা। স্বাস্থ দপ্তর কতৃক আয়োজিত এই র্যালি ও আলোচনাসভায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।