সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ ডিসেম্বর || সাত সকালে গাঁজা বিরোধী অভিযানে নেমে বিশাল সাফল্য পেলো মুঙ্গিয়াকামী থানা পুলিশ। দূরপাল্লার লরি থেকে আটক প্রচুর পরিমাণে শুকনো গাঁজা, সেই সঙ্গে আটক গাড়ির চালক।
খবরে প্রকাশ, অনান্য দিনের মতো মুঙ্গিয়াকামী থানার পুলিশ অসম-আগরতলা জাতীয় সড়কের সি আর পি এফ ড্রপ গেইট সংলগ্ন এলাকায় রুটিন তল্লাশি চালিয়ে NL01AB 4247 নম্বরের একটি দূরপাল্লার লরি থেকে মোট ৩৮৬ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় বহিঃরাজ্যের গাড়ি চালক’কে। ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নিকট। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। তিনি জানিয়েছেন, বাজেয়াপ্ত কৃত গাঁজা গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকার উপর হবে বলে ধারণা করা হচ্ছে।