আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর || শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সেখানে বেশকিছু কর্মসূচীতে যোগ দেন তিনি। এদিন উত্তর ত্রিপুরা জেলার রানীবাড়িস্থিত চা বাগান পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। তিনি রানীবাড়িস্থিত চা-বাগান শ্রমিকদের সাথে আলাপচারিতায় মিলিত হন। তাঁদের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে গৃহীত সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় চা-শিল্প এবং এর সাথে যুক্ত সকল শ্রমিকদের সামগ্রিক কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করছে বর্তমান রাজ্য সরকার।
এদিন উত্তর জেলা সফরের সময় লক্ষ্মী টি কোম্পানি লিমিটেডের অন্তর্গত পিয়ারীছরা চা-বাগানের কর্তৃপক্ষের সঙ্গে
চা-শ্রমিকদের জন্য পাকা ঘর নির্মাণ, পানীয় জল, শিক্ষা সহ বিভিন্ন সমস্যা নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি এদিন ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠকও করেন মুখ্যমন্ত্রী।