আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর || রাজ্যের পাণীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নবগঠিত অমরপুর বিভাগীয় কার্য্যালয়ের উদ্বোধন করা হয়। শনিবার গোমতী জেলার অমরপুরে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস, অম্পিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিন্ধু চরণ জমাতিয়া, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মুখ্য সচিব অভিষেক সিং, অমরপুর ব্লক উপদেষ্টা কমিটির ভাইস-চেয়ারম্যান বীর বাহাদুর জমাতিয়া, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেব রায়, পাণীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মুখ্য বাস্তুকার ইঞ্জিনিয়ার শ্যামলাল ভৌমিক, নির্বাহী বাস্তুকার প্রণয় কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।