আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর || শনিবার ছিল গীতা জয়ন্তী উৎসব। এই উপলক্ষে এদিন রাজধানীর ইসকন মন্দিরের উদ্যোগে গীতা মহাযজ্ঞের আয়োজন করা হয়। আজকের দিনে গীতা দান করলে নাকি শুভ, তাই ভক্তরা আজকের দিনে গীতা দান করে থাকেন। ইসকন মিশন বিশ্বব্যাপী গীতা জয়ন্তী দিনটি পালন করছে গীতা মহাযজ্ঞের মাধ্যমে। পাশাপাশি এদিন গীতার মহত্ব্য গাড়ি করে আগরতলা শহরব্যাপী প্রচার করা হয়।
প্রসঙ্গত, আজকের দিনেই অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার জ্ঞান প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।