আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর || সম্প্রতি রাজধানীর বটতলা বাজার এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে উঠা বেআইনি দোকানগুলো ভেঙ্গে দেয় আগরতলা পুর নিগম। এবার সেই এলাকা থেকে একটি ড্রেন নির্মানের পরিকল্পনা নিয়েছে আগরতলা পুর নিগম। জানা যায়, এই ড্রেনটি বটতলা থেকে কালাপানিয়ার মূল ড্রেনে গিয়ে পড়বে। যার কাজ কিছুদিনের মধ্যেই শুরু করবে আগরতলা পুর নিগম। শনিবার এই এলাকা পরিদর্শনে করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি জানান, ড্রেন নির্মানের কথা। পাশাপাশি এই রাস্তাটি বড় হলে অনেকটাই যানজট মুক্ত হবে বটতলা এলাকা এমনটাই ধারনা এলাকাবাসীর।