বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ ডিসেম্বর || গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিতে দিল্লীতে আন্দোলনে সামিল হয়েছেন তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা। দিল্লীর পাশাপাশি গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবীতে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর তিপ্রামথা দলের দলীয় কার্যালয়ের সামনে গণঅবস্থানে বসলো তিপ্রামথা দলের কর্মী-সমর্থকরা। মঙ্গলবার এই গণঅবস্থানে গ্রেটার তিপ্রাল্যান্ড গঠনের শ্লোগান তুললো তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা। তিপ্রামথা দল কতৃক আয়োজিত এই গণঅবস্থানে উপস্থিত ছিলেন প্রাক্তন কারামন্ত্রী মনিন্দ্র রিয়াং, প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরিশঙ্কর রিয়াং, রঞ্জীত রিয়াং সহ তিপ্রামথা দলের অন্যান্য নেতৃত্ববৃন্দরা। তিপ্রামথা দল কতৃক আয়োজিত এই গণঅবস্থানে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।