আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর || বহু দিন অনশন আন্দোলন করার পর এবার অনশন মঞ্চ থেকে পথে নামার সিদ্ধান্ত নিল চাকুরীচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা। বুধবার চাকুরীচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের অনশনের ৪৯’তম দিনে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন অনশন মঞ্চ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে একথা বলেন সংগঠনের নেতা প্রদীপ বণিক। তিনি জানান, গত ২২শে নভেম্বর মুখ্যমন্ত্রী মহাকরণে আইনি পরামর্শদাতা এবং চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের সাথে বৈঠক করে কোন সমাধানের সূত্র বের না হওয়ায় দ্বিতীয়বার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তারপরও কোন বৈঠক করেননি মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় মুখ্যমন্ত্রীকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ৭ই ডিসেম্বরের মধ্যে কোন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। অথচ এদিনও কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি রাজ্য সরকার। তাই আগামী ৮ই ডিসেম্বর থেকে পুনরায় রাস্তায় নামতে চলেছে চাকুরিচ্যুত ১০,৩২৩ ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ।