আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ডিসেম্বর || জঙ্গি কার্যকলাপের অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর এবার গেড়ুয় নিলেন পতাকা হাতে নিলেন প্রাক্তন জঙ্গি নেতা তথা এন এল এফ টি জঙ্গি গোষ্ঠীর সুপ্রিমো ডেনিয়াল বরাক। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপি’র রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন তিনি। প্রদেশ বিজেপি’র সহ-সভাপতি পাতাল কন্যা এবং জনজাতি মোর্চার নেতা বিকাশ দেববর্মার নেতৃত্বে এদিন যোগদান করেছেন তারা।
এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে বিজেপি’র রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, এদিন ডেনিয়াল বরাক সহ মোট ২৫ জন কেন্দ্রীয় নেতৃত্ব ভারতীয় জনতার পার্টির পতাকা তলে সামিল হয়েছেন। তিনি বলেন, যোগদান করা কেন্দ্রীয় ২৫ জন নেতৃবৃন্দের সাথে গোটা রাজ্যে টি ইউ আই আর পি সি এনজিও সংস্থার ২০ হাজার সদস্য ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে।
উল্লেখ্য, ২০০৪ সালে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন প্রাক্তন জঙ্গি নেতা তথা এন এল এফ টি জঙ্গি গোষ্ঠীর সুপ্রিমো ডেনিয়াল বরাক। তারপর তিনি দীর্ঘ সময় স্বাভাবিক জীবন যাপন করে টি ইউ আই আর পি সি নামে একটি সামাজিক সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।