আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ডিসেম্বর || আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের তত্ত্বাবধানে CITIIS স্কীমে আগরতলার দশমীঘাটে ‘হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় বৃহস্পতিবার। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, হর্টিকালচার পাইলট প্রজেক্টেরর মাধ্যমে হাওড়া নদীর অববাহিকাকে সৌন্দর্যায়ন এবং তার নির্মলতা রক্ষায় সরকারের নতুন এই প্রজেক্ট আগামীদিনে বিশাল ভূমিকা রাখবে। তিনি বলেন, হাওড়া নদী হলো আগরতলা শহরের লাইফ লাইন। তাই নদীকে দূষণমুক্ত এবং সুন্দর করতে স্মার্ট সিটি প্রজেক্টের মাধ্যমে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিয়মের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ প্রশাসনিক আধিকারিকেরা।