আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ডিসেম্বর || সম্প্রতি গুজরাট এবং হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন সংগঠিত হয়। গুজরাটে বিজেপি’র বিশাল জয়ের আনন্দ ঘন মুহূর্তকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রে বিজয় র্যালি সংঘটিত করা হয়। শুক্রবার আমতলী মন্ডল অফিস থেকে এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি আমতলী বাজার ও বাইপাস অতিক্রম করে মন্ডল অফিসে এসে সমাপ্তি করা হয়। বিজেপি’র কার্যকর্তার মধ্যে এই জয়কে কেন্দ্র করে গেরুয়া রং গায়ে মাখিয়ে সকল কার্যকর্তা আনন্দের উচ্ছ্বাসিত হয়ে পড়েন। পুরুষদের সঙ্গে সঙ্গে বাদ পড়েনি মহিলা কার্যকর্তারাও। তবে আসন্ন ২০২৩ এর নির্বাচনে এই বিজয় র্যালি বিজেপি’কে অনেকটাই মাইলেজ দিবে বলে একাংশ মনে করে। বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন সূর্যমনিনগর মন্ডল সভাপতি মানতু দেবনাথ, মন্ডল যুব মোর্চার সভাপতি ভুলন সাহা সহ সকল বিজেপি’র কার্যকর্তাগণ।