আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ডিসেম্বর || পরিসমাপ্তি হলো বিএসএফ এবং বিজিবি এর সীমান্ত রক্ষ্যা সংক্রান্ত কনফারেন্স। তিন দিন ব্যাপী চলা সীমান্ত রক্ষ্যা সংক্রান্ত কনফারেন্স শেষে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার আইজি সুমিত সরন এবং বিজিবি’র রিজিওনাল কমান্ডার তানভীর গনি চৌধুরী। বিএসএফ এবং বিজিবি এর সীমান্ত রক্ষ্যা সংক্রান্ত কনফারেন্সে দুই দেশের সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান উপস্থিত আধিকারিকরা।