আন্তর্জাতিক ডেস্ক ।। বিষয়টি অন্যরকম, ক’জনই বা এমন স্ত্রী। স্বামীর মৃত্যুতে নিজের নামে মামলা করলেন তারই স্ত্রী। দুর্ঘটনায় মারা যান তার স্বামী। এ জন্য নিজের বিরুদ্ধেই মামলা করে আলোচনায় এলেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের উটার বাসিন্দা স্ত্রী বারবারা বেগলের আবেদন মেনে তাকে নিজের বিরুদ্ধে মামলা শুরু করার অনুমতি দিলেন সেখানকার এক আদালতের বিচারক।
২০১১ সালে এক গাড়ি দুর্ঘটনায় বারবারার স্বামীর মৃত্যু হয়। বারবারার দাবি, তার গাড়ি চালানোর গাফিলতির জন্যই দুর্ঘটনাটি ঘটে।
নেভেডা মরুভূমিতে যখন তিনি গাড়ি চালাছিলেন, তখন হঠাৎই সেজব্রাশে ধাক্কা খায় রেঞ্জ রোভারটি। সেই ধাক্কায় বারবারার স্বামী মাথায় আঘাত পান এবং এরপরই তার মৃত্যু হয়।
গত বছর সেখানকার এক ডিস্ট্রিক্ট কোর্ট বারবারার এ মামলা খারিজ করে দিলেও এ বছর উটার ফের এক আদালত মামলাটি শুরু করার বিষয়ে সম্মতি দিয়েছেন।
বারবারার আইনজীবীর দাবি, তিনি এ মামলায় লড়ছেন। কারণ তার স্বামীর সমস্ত সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী তিনি হওয়া সত্ত্বেও সম্পত্তি-সংক্রান্ত সমস্ত টাকা নিয়ে চলে যাচ্ছে ঋণদাতারা।
তবে একদল আইনজীবীর দাবি, যদি মামলাটি শুরু হয় তাহলে বিচারক তার রায় কিভাবে একজন মামলার বাদীকে ক্ষতিপূরণ দিতে বলবেন, সে নিয়েও দ্বিধাদ্বন্দ্বে তারা।
শুধু তাই নয়, মামলায় যদি বারবারা জিতে যান তাহলে স্বামীর মৃত্যুর পর বিমা বাবদ সমস্ত টাকা তার স্ত্রীই পেয়ে যাবেন। কারণ গাড়ি চালানোর গাফিলতির জন্য এ মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে স্ত্রী যদি এই টাকা পায় তাহলে নৈতিক প্রশ্নও উঠে যাবে।