স্পোর্টস ডেস্ক ।। মাত্র কয়েকদিন আগে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়। বিশ্বকাপ বলে টিভির পর্দার দিকে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর দৃষ্টি থাকবে এটাই স্বাভাবিক। তবে বিশ্বকাপ খেলা দেখানো নিয়ে জটিলতায় পড়েন কেবল অপারেটররা। বিষয়টি এক পর্যায়ে আদালতে গড়ায়। টেলিভিষণে বিশ্বকাপের খেলা দেখানোর বিষয়ে আদেশ দেয় কোর্ট।
আদেশ অনুসারে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ ক্রিকেট লড়াই। এই বিষয়ে অনুমতি দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। এখন বাড়তি কোনো খরচ ছাড়াই ম্যাচের ফিড সম্প্রচার করতে পারবেন কেবল অপারেটররা।
ভারতীয় স্টার স্পোর্টস সংস্থাও ক্রিকেট ম্যাচ ওয়াল্ডওয়াউড সম্প্রচার করছে।। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের সম্প্রচার নিয়ে প্রতিযোগিতা শুরুর আগেই এনিয়ে ছিল বেশ অনিশ্চয়তা।
ভারতে কেবল অপারেটরদের কাছে বিশ্বকাপের ম্যাচগুলি দেখানোর জন্য মোটা অংকের টাকা দাবি করা হয়। বিষয়টিতে আইনি কারনে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে চ্যানেল কতৃপক্ষ ।
পড়ে সমস্যায় পড়েন দেশটির কেবল অপারেটররা। স্টার স্পোর্টস নির্ধারিত চড়া মূল্যে ম্যাচের ফিড মিললেও বাড়তি অর্থ খরচ করে বিশ্বকাপ দর্শনে আপত্তি জানান গ্রাহকরা।
সমস্যার সুরাহা করতে শেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অপারেটাররা। শুক্রবার এই মামলার রায় ঘোষণা করে আদালত। বিশ্বকাপের ম্যাচ ফিড বিনামূল্যে কেবল অপারেটরদের সঙ্গে ভাগ করে নিতে প্রসার ভারতীকে আদেশ দেয় আদালত।