মমতার সঙ্গে দেব-প্রজেনজিৎসহ ৪০ তারকা এখন ঢাকায়

dbতারায়-তারায় ডেস্ক ।। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঢাকায়। শুধু তিনি নন, তার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ, নচিকেতা, ইন্দ্রনীল সেন, মুনমুন সেন, দীপক অধিকারী (দেব) ও অরিন্দম শীল
সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আরো আছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি অরিন্দম কাজীর স্ত্রী কল্যাণ কাজী, কবি সুবোধ সরকার, পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী চলচ্চিত্র পরিচালক ব্রাত্য বসু। চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষও এসেছেন মমতার সঙ্গে। উল্লেখ্য, এদের মধ্যে ইন্দ্রনীল, মুনমুন ও দেব মমতার দল তৃণমূল কংগ্রেসের এমপি।
বাংলাদেশে মমতার সফরসঙ্গীদের তালিকা বিষয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মমতার এ সফরে সাংস্কৃতিক যোগাযোগের বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে চলেছে। মমতার ৪০ জনের বেশি সফরসঙ্গীর মধ্যে শিল্পপতি হর্ষ নেওটিয়া ও সঞ্জীব গোয়েনকাও রয়েছেন।
উল্লেখ্য, তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিনি এসেছেন। পাশাপাশি তার এ সফর বাংরাদেশের সঙ্গে ভারতের অমীমাংসিত নানা সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*