আন্তর্জাতিক ডেস্ক ।। শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড উপকূলে এবং লাম দেশটির উত্তরাঞ্চলে আছড়ে পড়েছে দুই বিধ্বংসী সাইক্লোন মার্সিয়া ও লাম। এ দুই ঝড়ের প্রকোপে উভয় এলাকাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটের। তবে সাইক্লোনের ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ঝড়ে সমুদ্র উত্তাল থাকায় এরই মধ্যে মৎসজীবীদের সতর্কবার্তা দেয়া হয়েছে। এ দুই ঝড়ের ফলে অনিশ্চিত অবস্থায় পড়েছে দেশটিতে চলমান বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-অসেট্রলিয়াসহ কয়েকটি ম্যাচ।
অস্ট্রেলীয় আবহাওয়া দফতর জানিয়েছে, মার্সিয়া ও লামের ফলে আগামীকাল ও তার পরেরদিন বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে।
এদিন সাইক্লোনের ক্ষয়ক্ষতির মধ্যেই দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।
উল্লেখ্য, ২০১৩ সালে হওয়া ওসাল্ড নামক সাইক্লোনের প্রভাবেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল কুইনসল্যান্ড এলাকায়।