হস্তক্ষেপ করছে মোদি

mdজাতীয় ডেস্ক ।। মোদি সরকার ভারতের উচ্চ শিক্ষাব্যবস্থায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
তিনি বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নরেন্দ্র মোদি সরকারের অনীহার কারণে আগামী জুলাইয়ে চ্যান্সেলরের বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর এটি নবায়ন করবেন না তিনি।
বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। বন্ধ হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়টি অমর্ত্য সেনের উদ্যোগে আবার চালু হওয়ার পর ২০১২ সালে তাকেই এটির চ্যান্সেলর পদে নিয়োগ দেয় কেন্দ্রীয় সরকার।
কিন্তু শুক্রবার বিশ্ববিদ্যালয়টির গভর্নরদের কাছে লেখা এক খোলা চিঠিতে সেন বলেন, সরকার তাকে চায় না বলে জুলাইয়ের পর তিনি তার মেয়াদ আর নবায়ন করবেন না।
অমর্ত্য সেন বলেন, চ্যান্সেলর পদে তার মেয়াদ নবায়নের জন্য বিশ্ববিদ্যালয় বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকে জানানো হলেও তিনি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি।
সেন বলেন, সিদ্ধান্তহীনতাসহ আরো কিছু অনিশ্চয়তা নালন্দা বিশ্ববিদ্যালয় পরিচালনা ও এর অ্যাকাডেমিক অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
দারিদ্র্যের উৎস সম্পর্কে গবেষণার জন্য ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন। গত বছরের লোকসভা নির্বাচনের আগে তিনি হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন
তিনি বলেন, ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে মোদি পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।
অমর্ত্য সেন তার খোলা চিঠিতে বলেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে’ তিনি এ চিঠি লিখছেন। কারণ ক্ষমতাসীন সরকার হস্তক্ষেপ করার কারণে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*