দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ ফেব্রুয়ারী ।। রাজনীতির অঙ্গনে যে কোনো রাজনৈতিক দলের থাকে বিভিন্ন শাখা সংগঠন, তেমনি এক সংগটন DYFI। বামপন্থী ভাবাদর্শে বিশ্বাশী DYFI ভারতে বিশেষ করে যুব মানসে বামপন্থী ভাবাদর্শ প্রচার থেকে শুরু করে দেশের বিভিন্ন সমতা নিয়ে DYFI আন্দোলন, সংগ্রামে অংশ নিয়ে থাকে, পাশাপাশি জনহিতৈষী কর্মকান্ডের আয়োজনও করে থাকে DYFI।
শুক্রবার, মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে DYFI-র যুব নারীরা সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে জীবনের লড়াইয়ে মৃত্যু পথযাত্রী মানুষের জন্য মানবতার দৃষ্টান্ত রেখেছে। DYFI-র যুব নারীদের এই সেচ্ছা রক্তদান শিবিরে সংঘটনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন – এই রাজ্যের মানুষ রক্তদানে মানবতার যে দৃষ্টান্ত রেখেছেন গোটা দেশে তাতে এই ত্রিপুরা রক্তদানে শীর্ষস্থান দখল করেছে যা মনুষ্যত্বের বিরল নজীর। রক্তদান শিবিরে DYFI-র যুব নারীদের প্রায় ২৬ জন রক্তদান করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য DYFI-র কেন্দ্রীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যে শুরু হতে যাওয়া সভ্যপদ সংগ্রহ অভিযানকে সামনে রেখেই আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের।