দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ ফেব্রুয়ারী ।। শহর থেকে শহরতলীতে নানা ঘটনা দুর্ঘটনায় ইদানিং জ্ঞাত অজ্ঞাত মৃতদেহ উদ্ধারের তালিকায় আরো এক সংযুক্তি হয়েছে শুক্রবার। মহারাজগঞ্জ বাজার সংলগ্ন এক বনেদী হোটেলের পেছনের রাস্তায় সকালবেলা তরতাজা যুবকের মৃতদেহ পরে আছে সংবাদ চাউর হতেই গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রচুর মানুষ ভীড় জানায় ঘটনা স্থলে। শুরু হয় ফিঁসফাস গুঞ্জন – নাম কি, বাড়ী কোথায়। মৃতদেহের শরীরে ট্যাটো আর কানের দুলে অনেকেই বলেছেন এমন ফ্যাশান সমৃদ্ধ মানুষ স্থানীয় নাও হতে পারে। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পূর্ব থানার পুলিশ, ফরেনসিক বিশেষজ্ঞরা। শুরু হয় মৃত্যুর পেছনে ক্লু খোঁজা – বনেদী হোটেলের যে ঘরে ভাড়া ছিলেন সেই ঘরেও চলে অনুসন্ধান। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সৈকত মূখার্জী, বাড়ী পশ্চিম বঙ্গের বারাসাতে, বয়স ৩৫ থেকে ৪০-র ভেতর। গোলবাজার সংলগ্ন বনেদী হোটেলে এই মৃত্যুর ঘটনার রহস্য ভেদে শুরু হয়েছে পুলিশী অনুসন্ধান – এলাকা জুড়ে চলছে শব্দহীন গুঞ্জন।