দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২১ ফেব্রুয়ারী ।। প্রতিবছরের মতো এবারেও ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজ্যে নানা অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সরকারী বেসরকারী স্তরে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠান হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এখানে প্রধায় অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার, সন্মানিত অতিথি আগরতলাস্থিত বাংলাদেশ ভিসা অফিসের প্রথম সচিব ও মিশন প্রধান মোঃ ওবায়দুর রহমান, সন্মানিত অতিথি হিসেবে বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব ডঃ কে রাজেশ্বর রাও, মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী।
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বক্তিতায় বরকত, সালাম, জব্বর, রফিকের আত্মবলিদানের জন্যই বাংলা ভাষা আন্তর্জাতিক সন্মানে ভূষিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা, উঠে এসেছে বাংলাভাষার চলমান ভূমিকা থেকে ভাষার টানে দু’দেশের বাংলা ভাষাভাষী মানুষদের বন্ধুত্বকে আত্মীয়তায় পরিনত করার কথা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারীর পূন্য প্রভাতে বিশেষ পর্ব আয়োজিত হয় শিশু বিহার স্কুলে, এখানে প্রভাত ফেরী ও মুক্ত মঞ্চে দিবসটি নিয়ে আলোচনায় অংশ নেয় বিদগ্ধ মানুষেরা। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা সহ আরো অনেকে।
আগরতলাস্থিত বাংলাদেশ ভিসা অফিসে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতিকৃতিতে পুস্পমালায় শ্রদ্ধা জানানো হয়।