দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী ।। রাষ্ট্রসংঘ ভারতবর্ষকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষনা করেছে ইতিমধ্যেই। দেশ থেকে পোলিও নির্মূল করতে প্রতিবছর গোটা দেশে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের পোলিও প্রতিষেধক দেওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখার্জী এবার এই কর্মসূচীর সূচনা করেছেন।
রবিবার দেশ জুড়ে দ্বিতীয় পর্যায়ে পোলিওর প্রতিষেধক দেওয়া হয়েছে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের। ত্রিপুরাতেও প্রায় ৭২ হাজার ৮২৯ জন শিশুকে প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গোটা রাজ্যে বুথ গুলিতে শিশুদের নিয়ে মায়েদের ভীড় লক্ষ্য করা গেছে। যাদের পোলিওর প্রতিষেধক রবিবার দেওয়া যায়নি সেইসব শিশুদের বাড়ী বাড়ী গিয়ে পোলিওর প্রতিষেধক দেওয়া হবে সোমবার এবং মঙ্গলবার। প্রথম পর্যায়ে এই কর্মসূচী পালিত হয়েছিল ১৮ই জানুয়ারী।