নতুন দিল্লি ।। ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে জবাবে বিড়ি ও সিগারেটের উপর নিষেধাজ্ঞা জারি করার অনুরোধ করে সুপ্রিমকোর্ট কেন্দ্র ও রাজ্যগুলিকে নোটিশ পাঠাল।
তামাকজাতদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত প্রত্যেকেই এই নোটিস কার্যকারী হলে প্রবল ক্ষতির সম্মুখীন হবে।
সিগারেট ও অনান্য তামাকজাত দ্রব্য অ্যাক্ট ২০০৩ অনুযায়ী কোনও শিক্ষা প্রতিষ্ঠান, বিমানবন্দরের ১০০মিটারের মধ্যে এই তামাকজাত দ্রব্যগুলি বিক্রয় করা নিষিদ্ধ। ১৮-এর কম বয়সীদেরও বিড়ি, সিগারেট বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু এখনও পর্যন্ত এই আইনের প্রয়োগ কড়া ভাবে করা হয়নি।
ছ’বছর আগেই ভারতে আইন অনুযায়ী প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল। যদিও বাস্তবে এর ঠিক উল্টো চিত্রটাই দেখা যায়।
প্রত্যেক বছর তামাকজাত দ্রব্যের কবলে পড়ে সারা বিশ্বে অন্তত ৬০ লক্ষ মানুষ প্রাণ হারান।