দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী ।। দেশ থেকে পোলিও নির্মূল করতে প্রতিবছর গোটা দেশে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের পোলিও প্রতিষেধক দেওয়া হয়। প্রথম পর্যায়ে ১৮ই জানুয়ারী রবিবার থেকে শুরু হয়েছে দেশ জুড়ে পালস পোলিও কর্মসূচী। দ্বিতীয় পর্যায়ে ২২ ফেব্রুয়ারী রবিবার পোলিওর প্রতিষেধক দেওয়া হয়েছে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের। গোটা দেশের সাথে রাজ্যেও ২২ ফেব্রুয়ারী যাদের পোলিওর প্রতিষেধক দেওয়া যায়নি সেইসব শিশুদের বাড়ী বাড়ী গিয়ে পোলিওর প্রতিষেধক দেওয়া হয় সোমবার। এই কর্মসূচী মঙ্গলবারও পালন করা হবে বাড়ী বাড়ী গিয়ে।