দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী ।। CPI(M)-র ২১তম রাজ্য সন্মেলনের প্রকাশ্য সমাবেশে আগরতলাস্থিত স্বামী বিবেকানন্দ ময়দান সহ গোটা শহর কে লাল নিশানে রক্তিম রুপে সজ্জিত করা হয়েছে। প্রকাশ্য সমাবেশে CPI(M)-র সর্বভারতীয় সাধারন সম্পাদক প্রকাশ কারাত সহ রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক বিজন ধর, বৃন্দা কারাত, বিমান বসু, অঘোর দেববর্মা কেন্দ্রের বিজেপি সরকারের অনৈতিক সিদ্ধান্তের ফলে দেশের সার্বিক পরিস্থিতিতে নিরন্তর লড়াই, সংগ্রামের কথা বলেছেন। কেন্দ্রীয় সরকার শুধু পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে অন্যদিকে সাধারন মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেছেন। দেশে বিকল্পের উদাহরনে রাজ্যের মানুষ এবং দল যে ভূমিকা নিয়েছে তার প্রশংসার পাশাপাশি সর্বভারতীয় সাধারন সম্পাদক সহ অন্যান্য বক্তারা বাম শক্তির পুনরুত্থানে ত্রিপুরাই দেশকে নতুন দিশা দেখাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।