আগরতলা, ১ মার্চ ।। ঢাকায় মৌলবাদী পান্ডাদের হাতে নৃশংস ভাবে নিহত লেখক, বিজ্ঞান কর্মী অভিজিৎ রায়ের মৃত্যুর প্রতিবাদে পথে হাঁটলেন DYFI, SFI ও ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ। রবিবার রাজধানীর আগরতলায় DYFI, SFI ও ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ মিলিত ভাবে ঢাকায় মৌলবাদীদের হাতে নিহত অভিজিৎ রায়ের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে মিছিল সংঘটিত করে শহরের বিভিন্ন পথ পরিক্রম করে।