ত্রিপুরা মহিলা পুলিশের ১২তম ব্যাচের পাসিং আউট প্যারেড

ছবি- কৃষ্ণেন্দু চক্রবর্তীর ফেসবুক পেজ থেকে নেওয়া।
ছবি- কৃষ্ণেন্দু চক্রবর্তীর ফেসবুক পেজ থেকে নেওয়া।

আগরতলা, ২ মার্চ ।। সোমবার রাজ্যের মহিলা পুলিশ কনস্টেবল ১২তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়। সোমবার নরসিংগড়স্থিত KTD পুলিশ ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয় রাজ্যের মহিলা পুলিশ কনস্টেবল ১২তম ব্যাচের পাসিং আউট প্যারেড। পাসিং আউট প্যারেডে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, পুলিশের মহানির্দেশক কে নাগরাজ সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা। 10945553_1118213088204396_5491525228320488588_n

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*