আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি || আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার অভিযান জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার রাজধানীর ৮নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ১৪নং, ২০নং, ৩২নং, ৫৪নং এবং ৫৫নং ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে বের হন মুখ্যমন্ত্রী।
এদিন বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পান বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, মানুষ ভারতীয় জনতা পার্টির উন্নয়নের ধারা বজায় রাখতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে বলে জানান মুখ্যমন্ত্রী।