দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩ মার্চ ।। কেন্দ্রের মোদী সরকারের বাজেট পেশ করার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। NDA জোটের তরফে বাজেটকে কল্যানমুখী এবং আগামীর দিশারী বলা হলেও কংগ্রেস, CPI(M) সহ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বাজেটকে দিশাহীন বলে সমালোচনা করা হয়েছে। ত্রিপুরায় কেন্দ্রীয় সরকারের গৃহীত সিদ্ধান্তের ফলশ্রুতিতে জনজীবনে নেমে আসা দূটি সহ অবস্থার প্রতিবাদ জানিয়ে সদর বিভাগীয় CPI(M) সোমবার মিছিল এবং পথ সভার আয়োজন করেন। শহরের প্যারাডাইস চৌমূহনীতে CPI(M)-র রাজ্য সম্পাদক বিজন ধর কেন্দ্রীয় বাজেটকে গরীব মেরে বড়লোকের পুঁজি বৃদ্ধির পথ বলে তীব্র সমালোচনা করে প্রতিবাদ আন্দোলনের আহ্বান জানান। জনকল্যানমূলক বিভিন্ন বরাদ্দের অর্থ সংকোচনেরও তীব্র সমালোচনা করেন বিজন ধর। প্যারাডাইস চৌমূহনীতে বক্তারা দ্রব্যমূল্যের বৃদ্ধি ঠেকাতে ব্যর্থতার পাশাপাশি রেগা প্রকল্পের অর্থ কাটছাঁটের জন্য কাঠগড়ায় দাঁড় করায় কেন্দ্রীয় সরকারকে। পথসভায় বিধায়ক রতন দাশ এবং দলের সদর বিভাগের সম্পাদক শুভাশীষ গাঙ্গুলীও ভাষন প্রদান করেন।