আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি ||
মঙ্গলবার সকালে রাজধানীর ৯-বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি এসি মোর্চার মণ্ডল সভাপতি সুমন দাস প্রাতঃভ্রমণে বের হলে রাজধানীর আড়ালিয়ায় তার উপর দুষ্কৃতীরা প্রানঘাতী আক্রমণ চালায় বলে অভিযোগ। জানা যায়, তার মাথায় ও মুখে গুরুতর আঘাত লাগে। এরপর তাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সেখানে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। কথা বলেন পরিবারের সদস্য এবং চিকিৎসকের সঙ্গে। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে বলে জানা যায়।