দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩ মার্চ ।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফিরে এসেছে চিরায়ত সেই ছবি। ভেতরে পরীক্ষায় মগ্ন পরীক্ষার্থী বাইরে টেনশনে সময় পার করছেন অভিভাবকরা। রাজ্যের প্রায় ৫৪টি পরীক্ষা কেন্দ্রে দুই পর্বের পরীক্ষায় ২৯ হাজারের বেশী পরীক্ষার্থী সামিল হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৫ সালের মাধ্যমিক পরীক্ষা।