দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৫ মার্চ ।। এতদিন শোনা যাচ্ছিল এবার সত্যি হল যাবতীয় জল্পনা। বুধবার গোটা দেশের বিভিন্ন স্থানের সাথে ত্রিপুরার রোজভ্যালীর ৭টি স্থানে তল্লাসী চালায় CBI, নথী পত্র আটক থেকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন কে জালে তুলেছে CBI। শহরের রোজভ্যালীর দপ্তরে CBI হানার সংবাদে চাঞ্চল্য দেখা দেয়। আমানতকারী, এজেন্ট সহ প্রচুর মানুষ ভীড় জমায় শকুন্তলা রোডে। ব্যাপক নীরাপত্তা বেষ্টনীতে CBI কর্তৃপক্ষের আচমকা অভিযানে রোজভ্যালীর অ্যাকাউন্ট সীল করে দিয়েছে। জোড় গুজব ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে – স্বভাবতই আমানতকারীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যপক আশঙ্কা।