বিজেপি’র সাথে জোটে এল আইপিএফটি, আসন পেলো ৫টি, আশারামবাড়ি কেন্দ্রে প্রার্থী হল প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার মেয়ে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি || ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও বিজেপি’র সাথে জোট হয়ে লড়াই করতে যাচ্ছে শরিক দল আইপিএফটি। শনিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে বিজেপি এবং আইপিএফটি’র মধ্যে জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান বিজেপি এবং আইপিএফটি’র নেতৃত্বরা।
এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, এবার আইপিএফটি’র জন্য ৫ টি আসন ছাড়তে রাজি হয়েছে বিজেপি। এই ৫টি আসনে আইপিএফটি প্রার্থী লড়াই করবে। এর মধ্যে রয়েছে ১২-টাকারজলা, ২৪-রামচন্দ্রঘাট, ২৬-আশারামবাড়ি, ৩৮-জোলাইবাড়ি, ৬০-কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্র।
এদিন আইপিএফটি যুব সংগঠনের চেয়ারম্যান শুক্লাচরণ নোয়াতিয়া ৫টি আসনের মধ্যে ২৬-আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। তিনি হলেন প্রয়াত মন্ত্রী তথা আইপিএফটি সুপ্রিমো এন সি দেববর্মার মেয়ে জয়ন্তী দেববর্মা।
এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ও শুক্লাচরণ নোয়াতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আইপিএফটি’র মুখপাত্র বিধান দেববর্মা, সাংসদ রেবতী ত্রিপুরা, সাংসদ বিপ্লব কুমার দেব প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*