আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি || ৪৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণার পর আরও ৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তাতে এখনও পর্যন্ত ৫৪টি আসনে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ৫টি আসনে প্রার্থী তালিকা দিয়েছে শরিক দল আই পি এফ টি। শুধু ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।
উল্লেখ্য, শনিবার সকালে নয়া দিল্লীতে বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিজেপি’র উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা সাংসদ সম্বিত পাত্রা ৪৮ জন প্রার্থীর ঘোষণা করেছিলেন। সন্ধ্যায় ফের দ্বিতীয় তালিকায় আরও ৬ জনের নাম ঘোষণা করেছে বিজেপি।
বিজেপি’র এই ৫৪ জনের প্রার্থী তালিকায় মহিলা প্রার্থী ১১ জন এবং নতুন মুখ ২৩ জন। প্রার্থী তালিকা থেকে বাদ পরেছে বিজেপি’র ৭ জন বিধায়ক।