৬-আগরতলা কেন্দ্র থেকে বিজেপি’র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি’র সম্পাদিকা পাপিয়া দত্ত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি || বহু জল্পনা কল্পনার পর অবশেষে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি। রবিবার দুপুরে এক ঘোষণা দেওয়া হয়। জানা যায়, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি’র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সম্পাদিকা পাপিয়া দত্ত।
এদিন প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর পাপিয়া দত্ত জানান, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের সঙ্গে উনার দীর্ঘদিনের সম্পর্ক। তিনি বলেন, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জয়ী হবেই। তিনি বলেন, এখন সময় এসেছে মানুষের জন্য কিছু করার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*