বসন্তের হোলী

IMG_20150305_185635দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৫ মার্চ ।। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির অপরুপ সাজেকে রঙ্গিন মোহময় করে তুলে ফাগুনের হোলী উৎসব। আবীর গুলালে বর্ণিল হয়ে উঠে গোটা ভারত। দোল পূর্ণিমার পূণ্য দিনে গৃহস্থের বাড়ীর তুলসী বেদীতে আবীর চরিয়ে পূণ্য অর্জনের পালা চলে আসছে যুগ যুগ ধরে। প্রয়াত পিতৃ পুরুষের প্রতিকৃতিতেও অনেকে আবির দিয়ে শ্রদ্ধা জানায়। হোলী উৎসবের আনন্দে রঙিন মুখে একজন আরেকজন কে আবীর মাখিয়ে উচ্ছাস করছেন দেখা গেছে অনেক জায়গায়। জীবন যুদ্ধের লড়াইয়ে দোল কি সবার হৃদয়ে দোলা দেয় – জিজ্ঞেস করুন আপনার হৃদয়টাকেই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*