২০টি আসনে প্রার্থীর নাম ঘোষণার পরই ক্ষুব্ধ তিপ্রা মথার নেতা কর্মীরা, সাক্ষাৎ করলেন বুবাগ্রার সাথে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি || ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো তিপ্রা মথা। রবিবার ২০টি আসনে প্রার্থীর নাম দিয়েছে তিপ্রা মথা। আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়ছে বুবাগ্রার দল তিপ্রা মথা।
তবে এদিন তিপ্রা মথার প্রার্থী তালিকা ঘোষণা হবার পর থেকেই ক্ষুব্ধ দলীয় নেতা কর্মী সমর্থকরা আগরতলা রাজন্দরে প্রদ্যুৎ কিশোর দেব বর্মণের সঙ্গে সাক্ষাৎ করে আরো কয়েকটি কেন্দ্রে প্রার্থী অদল বদলের দাবি জানিয়েছেন৷ পাশাপাশি তাঁদের একাংশের বক্তব্য রাজ্যের একটা বড় অংশ চাকমা সম্প্রদায়ের মানুষ তিপ্রা মথা দলের সমর্থক। তাই অন্তত দুটি আসনে চাকমা সম্প্রদায় থেকে প্রার্থী দেওয়ার দাবী জানান তারা। পেচারথল কেন্দ্র থেকে শেষ পর্যন্ত প্রার্থী হিসাবে হলিউড চাকমার নাম স্থির করা হয়। তবে বুবাগ্রার সঙ্গে সাক্ষাৎ করতে আসা প্রত্যেকে আশা ব্যক্ত করেছেন প্রদ্যোত কিশোর দেব বর্মণ বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*