দ্বিতীয় পর্বে আরও ১০ জনের নাম ঘোষণার পর মনোনয়নপত্র জমা দিলো তিপ্রা মথা দলের মনোনিত প্রার্থী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ জানুয়ারি || আগামী ১৬ই ফেব্রুয়ারী ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল থেকে প্রার্থী ঘোষনা করার পর থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা করার কাজ। শান্তিরবাজার মহকুমায় দুইটি বিধানসভা কেন্দ্র। ৩৬-শান্তিরবাজার বিধানসভা কেন্দ্র ও ৩৮-জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র। এই দুইটি কেন্দ্রতে শাসকদলকে টেক্কা দিয়ে প্রার্থী বাছাই করলো তিপ্রা মথা দল। সোমবার ছিলো মনোনয়নপত্র জমার শেষ দিন। এই দিনে জনজোয়ারের মিছিলের মাধ্যমে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের রিটানিং অফিসার তথা শান্তিরবাজার মহকুমার অতিরিক্ত মহকুমাশাসক বিপুল দাসের নিকট মনোনয়নপত্র জমা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথা দলের মনোনীত প্রার্থী গৌরব মগ চৌঁধুরী (সিহানু মগ)। অপরদিকে ৩৬-শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের রিটানিং অফিসার তথা শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্যের নিকট মনোনয়নপত্র জমা দিলেন ৩৬-শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথা দলের মনোনিত প্রার্থী হরেন্দ্র রিয়াং। এই মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে প্রচুর তিপ্রা মথা দলের কর্মীদের সমাগম ঘটে।

উল্লেখ্য, ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করার পর দ্বিতীয় তালিকায় আরো ১০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তিপ্রা মথা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*