জোলাইবাড়ী কেন্দ্রটি আইপিএফটি’র হাতে তুলে দেওয়ায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন বিজেপি নেতা বিকাশ রিয়াং

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ জানুয়ারি || কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধনাসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রটি আই পি এফ টি’র হাতে তুলে দেওয়া হয়। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে আই পি এফ টি’র কোনো অস্তিত্ব নেই। তাই জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বাইরে থেকে প্রার্থী এনে এই বিধানসভায় প্রার্থী দিয়েছে আই পি এফ টি। ২০১৮ নির্বাচনে এই বিধানসভা বামেদের দখলে ছিলো। বর্তমানে ২০২৩ এর নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে বামশাসন থেকে মুক্তি দিতে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে গেছে বিজেপি কর্মীসমর্থকরা। এরই মধ্যে বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভায় আই পি এফ টি মনোনিত প্রার্থীর নাম ঘোষনার পর বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা ভোট বয়কটের সিদ্ধান্ত নেয়। অবশেষে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা নিজেদের থেকে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরইমধ্যে সোমবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের রিটানিং অফিসার তথা শান্তিরবাজার মহকুমার অতিরিক্ত মহকুমাশাসক বিপুল দাসের নিকট মনোনয়ন পত্র জমা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী বিকাশ রিয়াং।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*