গোপাল সিং, খোয়াই, ৩০ জানুয়ারি || খোয়াই মহকুমাতে ৩টি কেন্দ্রের জন্য প্রার্থীরা দাখিল করলেন মনোনয়নপত্র। ২৫-খোয়াই কেন্দ্রে প্রথমবারের মতো নমিনেশন দাখিল করলেন বিজেপি প্রার্থী সুব্রত মজুমদার। ২৬-আশারামবাড়ীতে মনোনয়নপত্র দাখিল করলেন প্রয়াত এন সি দেববর্মার কন্যা তথা আই পি এফ টি প্রার্থী জয়ন্তি দেববর্মা।
২৪-রামচন্দ্রঘাট কেন্দ্রে দুই দলের দু’জন রঞ্জিত দেববর্মা দাখিল করলেন মনোনয়নপত্র।
এছাড়াও এদিন হেভিওয়েট প্রার্থী অনিমেষ দেববর্মা, প্রশান্ত দেববর্মা, দিলীপ দেববর্মারা মনোনয়নপত্র দাখিল করেন।
খোয়াই জেলায় ৬টি আসনের জন্যই সোমবার মনোনয়নপত্র জমা করলেন সব দলের প্রার্থীরাই। এরমধ্যে খোয়াই মহকুমার ৩টি বিধানসভা কেন্দ্রের জন্য হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র জমা করলেন নিজ নিজ রিটার্নিং অফিসারের নিকট। এরমধ্যে উল্লেখযোগ্য হলো প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার মেয়ে তথা আই পি এফ টি প্রার্থী জয়ন্তী দেববর্মার নমিনেশন। প্রার্থী ঘোষনার শেষ লগ্নে আইপিএফটি মোট ৫টি এবং পরে ১টি সহ ৬টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। এর মধ্যে খোয়াই মহকুমাতেই ২টি আসন রয়েছে। একটি ২৪-রামচন্দ্রঘাট এবং অপরটি হলো ২৬-আশারামবাড়ী। দেখে নেওয়া যাক এই ৩টি কেন্দ্র থেকে হেভিওয়েট কে কে মনোনয়ন জমা করলেন-
২৪-রামচন্দ্রঘাট থেকে প্রশান্ত দেববর্মা (আইপিএফটি), রঞ্জিত দেববর্মা (সিপিআই(এম), রঞ্জিত দেববর্মা (তিপ্রা মথা)।
২৫-খোয়াই থেকে সুব্রত মজুমদার (বিজেপি), নির্মল বিশ্বাস [সিপিআই(এম)]।
২৬-আশারামবাড়ী থেকে জয়ন্তি দেববর্মা (আইপিএফটি), অনিমেশ দেববর্মা (তিপ্রা মথা), দিলীপ দেববর্মা [সিপিআই(এম)]।