বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ জানুয়ারি || আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সোমবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে ৩৬-শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের রিটানিং অফিসার তথা শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের নিকট মনোনয়নপত্র জমা করলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী প্রমোদ রিয়াং।
অপরদিকে একইদিনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের রিটানিং অফিসার তথা শান্তিরবাজার মহকুমার অতিরিক্ত মহকুমাশাসকের নিকট মনোনয়নপত্র জমা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লা চরণ নোয়াতিয়া। বিজেপি’র উদ্দ্যোগে এক মিছিলের মাধ্যমে এই মনোনয়নপত্র জমা করলেন বিজেপি ও আই পি এফ টি মনোনিত প্রার্থী। এদিনের এই মনোনয়নপত্র জমা শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে আই পি এফ টি মনোনিত প্রার্থী ও বিজেপি মনোনিত প্রার্থী জানান, উনারা আশাবাদী আসন্ন বিধানসভা নির্বাচনে উনারা বিপুল ভোটে জয়লাভ করবেন। শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী প্রমোদ রিয়াং জানান, তিনি ভোটে জয়লাভ করে বিগত দিনের অর্ধসমাপ্ত কাজগুলি সমাপ্ত করবেন।