আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি ||
বিজেপি’র সদস্য পদ এবং বিধায়ক থেকে পদত্যাগ করলেন বিজেপি বিধায়ক ডাঃ অতুল দেববর্মা। এরপর সোমবার নির্দল প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন ডাঃ অতুল দেববর্মা।
এদিন তিনি সাংবাদিকদের জানান, এবার বিজেওই থেকে উনাকে প্রার্থী না করায় উনার সমর্থিত কর্মীদের চাপে পড়ে এবং তাদের আবেগের কথা শুনে তিনি নির্দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্দলের হয়ে প্রত্যন্ত এলাকার মানুষ সহ গরিব অংশের মানুষের জন্য কাজ করে যেতে চান বলে জানান তিনি।