দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৭ মার্চ ।। সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে বামফ্রন্টের আগামী দিনের লড়াই সংগ্রামের অভিমুখ নিয়ে শীর্ষস্তরের ব্যাপক আলোচনা বিশ্লেষন চলছে। রাজনীতির উত্থান পতনে বামফ্রন্টের তথাকথিত শক্তি সমূহের মধ্যে CPI(M)-র উপর মূলতঃ সব দায় বর্তেছে শক্তি সংহত করার। এহেন পরিস্থিতিতে রাজ্যে DYFI-র সভ্যপদ সংগ্রহ অভিযান কর্মসূচী্র সূচনা হতে যাচ্ছে ৮ই মার্চ হতে ১৫ই মার্চ।
সভ্যপদ সংগ্রহ কর্মসূচী্ শুরু হওয়ার আগে ইতিমধ্যেই বিভিন্ন স্তরে নানা কার্যক্রম শুরু হয়েছে যার মধ্যে রয়েছে খেলাধুলা, রক্তদান, সাফাই অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান, জনসচেতনতা বৃদ্ধির মতো বিভিন্ন কর্মসূচী্।
রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যের তরুন প্রজন্ম তথা যুব সম্প্রদায়ের প্রতি DYFI-র গ্রহনযোগ্যতার প্রশ্নে বলা যেতেই পারে সভ্যপদ সংগ্রহ অভিযানের বিশেষ তাৎপর্য রয়েছে।